শনিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » পাইকগাছার জয়দ্যুতি কে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রীর সম্মাননা পুরস্কার প্রদান
পাইকগাছার জয়দ্যুতি কে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধানমন্ত্রীর সম্মাননা পুরস্কার প্রদান
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার কৃতি সন্তান আমুরকাটা গ্রামের জয়দ্যুতি সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেছে।
জানা যায়, শিশু চিত্রঅংকন প্রতিযোগীতা’১৬-তে জাতীয় পর্যায় দ্বিতীয় স্থান অধিকার করায় সফলতার নিদর্শন সরূপ প্রাথমিক শিক্ষা সপ্তাহ’১৭ উপলক্ষ্যে গত ২৯ জানুয়ারী ২০১৭ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ‘জয়’ সম্মাননা ও পুরষ্কার গ্রহণ করে। সে খুলনা জেলার পাইকগাছা উপেজলার আমুরকাটা গ্রামের বিশিষ্ঠ শিক্ষাবিদ, সমাজ সংষ্কারক, মানুষগড়ার কারিগর শিক্ষাগুরু ও আমুরকাটা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মৃত ঁসুধীর কুমার সরকারের পৌত্র এবং পাইকগাছা কলেজের আবসরপ্রাপ্ত সিনিয়র অফিস সহকারী মৃত ঁসুনীল সরকারের নাতি ” জয়দ্যুতি সরকার (জয়)”। সে খুলনার দৌলতপুরস্থ শশীভুষণ শিশু নিকেতনের পঞ্চম শ্রেনীর মেধাবী ছাত্র। তার পিতা খুলনার সরকারী বাক্ শ্রুতি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক এবং পাইকগাছা শিল্পকলা একাভেমীর ইনেস্ট্রাক্টর। মাতা শশীভূষণ শিশু নিকেতন-এর শিক্ষিকা রাঁধারানী সরকার। “জয়” দেবদৃতা সরকার দীক্ষা (ভাদু)-র দাদা। অবসরপ্রাপ্ত রূপালী ব্যাংক অফিসার, সোলাদানা ইউনিয়ন সার্বজনীন দুর্গা মন্দির-এর সভাপতি ও আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহ-সভাপতি বিকাশেন্দু সরকার, শিক্ষা অধিদপ্তর-এর অবসরপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কল্যাণময় সরকার ও পাইকগাছা প্রেসক্লাব সহ-সভাপতি, বিএমএসএফ-পাইকগাছা উপজেলার সহ-সভাপতি, বা.হি.বৌ.খৃ ঐক্য পরিষদের উপজেলা শাখার গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক , পূজা উদযাপন পরিষদ উপজেলা সম্পাদকমন্ডলীর সদস্য , দৈনিক সত্যপাঠ ও দৈনিক দক্ষিণের মশাল সহ একাধিক অনলাইন নিউজ -এর নিজস্ব প্রতিনিধি সাংবাদিক বি.সরকারের ভ্রাতুষ্পুত্র। ঠাকুমা নয়নতারা দিদা গীতা রানী, তার স্কুলের শিক্ষক-শিক্ষিকা সহ অগণিত আত্মীয়-স্বজন গুনগ্রাহীর আশীর্বাদপুষ্ট জয়দ্যুতি সরকার জয়। উল্লেখ্য শিশু প্রতিযোগিতা’১৭ -তে জেলা পর্যায়ে গিটার বাজনায় প্রথম স্থান অধিকারী শিশু এই “জয়দ্যুতি সরকার জয়”। এই জয় সকলের কাছে বিনম্রশ্রোদ্ধায় দোয়া ও আশীর্বাদ প্রার্থী।