রবিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় পল্লী বিদ্যুৎ সমিতিতে দালালদের কোন স্থান নেই
পাইকগাছায় পল্লী বিদ্যুৎ সমিতিতে দালালদের কোন স্থান নেই
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর এর সাথে মতবিনিময় করেছেন খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সঞ্জয় রায়। রোববার সকালে পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীর সহ পৌর পরিষদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, পল্লী বিদ্যুৎ সমিতিতে দালালদের কোন স্থান নেই এবং কেউ যাতে সংযোগ দেওয়ার নাম করে দালালী কিংবা সাধারণ গ্রাহকদের সাথে প্রতারণা করতে না পারে এ জন্য পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। তিনি সংযোগ সহ যে কোন বিষয়ে সরাসরি বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য গ্রাহকদের প্রতি আহ্বান জানান। এসময় মেয়র সেলিম জাহাঙ্গীর সহ কাউন্সিলর বৃন্দ চলমান সাড়ে ৭ কিলোমিটার চলমান বিদ্যুৎ লাইনের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম’র প্রতি অনুরোধ করেন। এ দাবীর সাথে একমত পোষণ করে দু’এক দিনের মধ্যে কাজ শুরু করা হবে বলে পৌর পরিষদকে আশস্ত করেন পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, আসমা আহম্মেদ, কবিতা রানী দাশ, শেখ মাহাবুবর রহমান রঞ্জু, গাজী আব্দুস সালাম, এসএম তৈয়েবুর রহমান, আলাউদ্দীন গাজী ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিদর্শক মামুন শেখ।