শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » জঙ্গিবাদ নয়, গণতন্ত্রই দেশ উন্নয়নের একমাত্র আসল পন্থা
জঙ্গিবাদ নয়, গণতন্ত্রই দেশ উন্নয়নের একমাত্র আসল পন্থা
-শিরিন আখতার এমপি
মাগুরা প্রতিনিধি
জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি বলেছেন, জঙ্গিবাদ নয়, গণতন্ত্রই দেশ উন্নয়নের একমাত্র আসল পন্থা। জঙ্গিবাদ সৃষ্টি করে কখনও ক্ষমতায় আসা যাবেনা। জঙ্গিবাদের মদদ দাতা খালেদা জিয়াকে পরাজিত করতে সকলকে ঐকবদ্ধ হতে হবে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হবে। নির্বাচনে বিএনপিকে এই ইসির অধীনেই নির্বাচনে অংশ গ্রহন করতে হবে। তিনি শুক্রবার মাগুরার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে সমাজ তান্ত্রিক দল(জাসদ) অয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাতীয় সমাজ তান্ত্রিক দল জাসদের শালিখা উপজেলা শাখার সভাপতি মো.আতিয়ার রহমান জোয়াদ্দারে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ আলম, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা সদস্য দেলোয়ার হোসেন দিলু, শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী ইসরাইল হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে মো.আতিয়ার রহমান জোয়াদ্দারকে সভাপতি ও মো.আশরাফ আলীকে সাধারন সম্পাদক করে শালিখা উপজেলা জাসদের ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।