বুধবার ● ১ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ৫ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু
মাগুরায় ৫ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা শুরু
মাগুরা প্রতিনিধি :
মাগুরা কালেক্টরেট মাঠে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে ৫ দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলা। সমন্বিত কৃষি প্রযুক্তির মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকলল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে।
এ উপলক্ষে সকাল ১১ টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।
বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দাকার আজিম আহমেদ, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, বাসুদেব কুন্ডু প্রমুখ।
মেলায় ২০ স্টলে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে। আগামী ৫ মার্চ এ মেলা শেষ হবে।