শুক্রবার ● ৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম, আটক ২
নড়াইলে একই পরিবারের চার সদস্যকে কুপিয়ে জখম, আটক ২
নড়াইল প্রতিনিধি
নড়াইলে একই পরিবারের চার সদস্যকে ভাড়াটে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাত ২টার দিকে লোহাগড়া উপজেলার চরমঙ্গলহাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় দুই সন্ত্রাসীকে ধরে পুলিশ দিয়েছেন গ্রামবাসী।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে চরমঙ্গলহাটা গ্রামের পল্লীচিকিৎসক রফিক শেখের বাড়ির গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ভাড়াটে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এ ঘটনায় আহত হয়েছেন- রফিক শেখ, তার স্ত্রী বিমা বেগম, ছেলে অনিক ও মেয়ে ঋতু। তাদের পেট, বুক, কোমর, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। তাদেরকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, গতকাল শুক্রবার (৩ মার্চ) দুপুরে আশংকাজনক অবস্থায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
রফিক শেখের শ্যালক চরমঙ্গলহাটা গ্রামের রফিজ ঠাকুর বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ভাড়াটে সন্ত্রাসীরা আমার বোন-জামাইসহ তাদের ছেলে ও মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেছে। লোহাগড়া থানার এসআই হাবিব জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা সন্ত্রাসীদের ভাড়া করে এনে পল্লীচিকিৎসক রফিক শেখের পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় গোপালগঞ্জের কাশিয়ানী এলাকার নজরুল ও ফরিদপুরের রবিউলকে আটক করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে।