শনিবার ● ৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় হাজারও মানুষের ভালবাসায় সিক্ত এমপি নূরুল হক
পাইকগাছায় হাজারও মানুষের ভালবাসায় সিক্ত এমপি নূরুল হক
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় হাজারও মানুষের ভালবাসায় সিক্ত হলেন খুলনা- ০৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হকের একান্ত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ জাতীয়করণ ঘোষণা করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শনিবার সকালে কলেজের পক্ষ থেকে এমপি নুরুল হককে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রতিষ্ঠানটি সুবর্ণ জয়ন্তি ও পুর্নমিলনী উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। সকাল ১০টার দিকে এমপি নূরুল হক খুলনা থেকে উপজেলার সীমান্তবর্তী কাশিমনগর শাপলা চত্ত্বর এলাকায় পৌছালে কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের হাজারও মানুষ নির্বাচনী এলাকার প্রবেশ দ্বারে এমপিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় শাপলা চত্ত্বর এলাকায় কয়েক কিলোমিটার সড়ক জুড়ে হাজারও মানুষের সমাগম ঘটে। হাজারও মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত এমপি নুরুল হক উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি নির্বাচনী এলাকার মানুষের ভালবাসার কাছে আবারও ঋণি হয়ে গেলাম। কলেজ জাতীয়করণ ঘোষণায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ যে ভালবাসা আমাকে উপহার দিয়েছেন তা আমি (জিনি কলেজ জাতীয়করণ ঘোষণা করেছেন) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের যোগ্য কণ্যা বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎসর্গ করলাম। পরে শত শত মটর সাইকেল শোভাযাত্রাকারে এলাকাবাসী এমপিকে কলেজের অনুষ্ঠানে নিয়ে আসেন। এ সময় উপস্থিত ছিলেন, কলেজের প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গী, কলেজ শিক্ষক বিষ্ণুপদ মন্ডল, লিলিমা খাতুন, নাজমিন নাহার, আব্দুর রাজ্জাক বুলি, আজিজুর রহমান, সাবেক আ’লীগনেতা রতন কুমার ভদ্র, আ’লীগনেতা শেখ মনিরুল ইসলাম, যুগোল কিশোর দে, সরদার গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, প্যানেল মেয়র আসমা আহম্মেদ, কাউন্সিলর কবিতা দাশ, সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মিথুন মধু, যুবলীগনেতা প্রণব কান্তি মন্ডল, জালাল উদ্দীন, শেখ মাসুদুর রহমান, শেখ সোহরাওয়ার্দ্দী, জগদীশ চন্দ্র রায় ও আসিফ ইকবাল রনি।