রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকেল্পনা বিষয়ক কর্মশালা
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকেল্পনা বিষয়ক কর্মশালা
মোঃ নুর আলম,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনিতে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা চুড়ান্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ঘঅজজও কনসোর্টিয়াম মনিটরিং কো-অর্ডিনেটর অমর কৃষ্ণ বৈদ্য, উত্তরন প্রকল্প সমন্বয়কারী বদিউজ্জামান ও ম্যানেজার মোস্তাফিজুর রহমান। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ও মাষ্টার ট্রেইনার ডাঃ শাহিনুর ইসলাম। পিআইও সেলিম খানের সঞ্চালনায় কর্মশালায় ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, এস এম রফিকুল ইসলাম, আ ব ম মোসাদ্দেক, স ম সেলিম রেজা মিলন, আলহাজ্ব শাহনেওয়াজ ডালিম, প্রভাষক মোনায়েম হোসেন, দিপংকর কুমার সরকার, আঃ আলিম, এসআই শেখ শোয়েব আলি, বিআরডিবি চেয়ারম্যান আঃ মান্নান, কৃষি অফিসার কৃষিবিদ শামিউর রহমান, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জোহরা, সমবায় অফিসার আনছারুল আজাদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, আ’লীগ নেতা রফিকুল ইসলাম মোল্যা, সিপিপি উপজেলা লীডার আঃ জলিল এবং ইউপি সচিব ও বিভিন্ন এনজিও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় সিআরএ কি, সিআরএ সম্পাদন প্রক্রিয়া এবং দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্ম পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া উন্মুক্ত আলোচনা শেষে উপজেলা পর্যায়ে দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা চুড়ান্ত করা হয়