সোমবার ● ৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার জেলা শাখার সদর উপজেলা কমিটি গঠন
মাগুরায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার জেলা শাখার সদর উপজেলা কমিটি গঠন
মাগুরা প্রতিনিধি: মাগুরায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মাগুরা জেলা শাখার ১০১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে ।
মাগুরা অক্সফোর্ড পলিটেকনিক ইনষ্টিটিউটে রবিবার বিকালে এ সদর উপজেলা কমিটি গঠন করা হয় । দুই বছর মেয়াদী এ নতুন কমিটিতে সভাপতি মীর মনিরুল ইসলাম , সহ-সভাপতি যথাক্রমে মো: আমিরুল ইসলাম ,মো: ইলিয়াস হোসাইন , আব্দুল আল মামুন ,মো: সৌরভ হোসেন ,মোহাম্মদ আলী , সাধারণ সম্পাদক শেখ জব্বার হোসেন আকাশ ,যুগ্ম-সম্পাদক যথাক্রমে মো: সোহেল মোল্যা , মো: রাজিবুল হোসেন , সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শেখ বাকী বিল্লাহ ,মো: শামীম হোসেন , মনিরুল ইসলাম ,আদনান সাকিব , আইন বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন , কৃষি ও বন বিষয়ক সম্পাদক সাদনান রাফিন , তথ্য গবেষণা সম্পাদক জিল্লুর রহমান , ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান , দপ্তর সম্পাদক মো: সজল হোসেন , ধর্ম বিষয়ক সম্পাদক ইমরান মোল্যা , বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সালমান হোসেন , মহিলা বিষয়ক সম্পাদক যথাক্রমে পিনজিরা খাতুন , আফসানা মিমি , রোজিনা খাতুর ,জিনাত জোয়াদ্দার ,জেরিন . ম,ুত্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: খায়রুল ইসলাম , যুব ও ক্রীড়া সম্পাদক হারুন-অর - রশিদ , শিল্প ও বাণিজ্য সম্পাদক আবির হোসেন , শিক্ষা বিষয়ক মো: আকরামুর জামান , সাংস্কৃতিক সম্পাদক আবু সাইদ , স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক আরব আলী ,, প্রচার সম্পাদক মো: ইলিয়াস মোল্যা, উপ-প্রচার সম্পাদক মো: আকবর এবং কোষাধ্যক্ষ হাসিবুল নির্বাচিত হয়েছেন ।
সংগঠনের বর্তমান জেলা শাখার সভাপতি ডা: মো: মকবুল হোসাইন জীবন জানান , সদর উপজেলা কমিটি গঠনের পর আমাদের সংগঠনের কার্যক্রম আরো গতিশীল হবে । উক্ত কমিটি আমি অনুমোদিত করেছি । এক ঝাক তরুণ নতুন কমিটিতে আসায় সংগঠনের কাজের ধারার মান বাড়বে বলে আমি মনে করি ।
তিনি আরো জানান , বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং তার আদর্শ বাস্তবায়নই আমাদের অঙ্গীকার ।