বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে
-আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি
মাগুরা প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধিনেই অনুষ্ঠিত হবে। নির্বাচনকালিন সরকার বিষয়ে বিএনপি প্রস্তাবিত ‘সহায়ক সরকার’ পদ্ধতির তীব্র সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে এই ধরনের সরকার গঠনের কোন বিধান নেই। সুতরাং আওয়ামীলীগ সরকারের অধিনেই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ইচ্ছা করলে বিএনপি অংশগ্রহণ করতেও পারে, আবার ইচ্ছা না হলে নাও করতে পারে।
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের নোমানী ময়দানে জেলা আওয়ামীলীগ আয়োজিত আগামী ২১ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাগুরা সফরকে সফল করতে প্রতিনিধি সমাবেশ এবং মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. সিরাজুল আকবরের ২য় মৃত্যু বার্ষিকীর স্মরণ সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ ও স্বাধীন নির্বাচন কমিশনের অধিনেই অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশ না নিলে বিএনপি ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। সুতরাং অস্তিত্ব রক্ষার্থেই বিএনপি এ নির্বাচনে অংশ গ্রহণ করতে বাধ্য বলে মন্তব্য করেন তিনি।
জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন এমপি ও ব্যারিষ্টার নওফেল চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় সদস্য জাহান পারভীন কল্পনা, জেলা আওয়ামীলীগ নেতা ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি,মাগুরা-১ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) আব্দুল ওয়াহ্হাব, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, আবু নাসির বাবলু, মুন্সি রেজাউল হক, আলহাজ্ব গোলাম মাওলা, এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম ,বাসুদেব কুন্ডু, ঝিনাইদ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু এবং নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান।