শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কপিলমুনি সিটি প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
কপিলমুনি সিটি প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন
কপিলমুনি প্রতিনিধি ০
‘সংবাদপত্র সমাজের দর্পণ, আর এই দর্পণের মাধ্যমে সাংবাদিকরা সমাজের চিত্র গণ-মানুষের সামনে তুলে ধরে থাকেন। সাংবাদিকদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। সিটি প্রেসক্লাবের সাংবাদিকরা সেটা করে চলেছেন’। কপিলমুনি সিটি প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি এম আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুল্যাহ বাহার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ হাফেজ মাওঃ আঃ সাত্তার, অধ্যক্ষ মোঃ শিমুল বিল্লাল বাপী, লতা ইউপির সাবেক চেয়ারম্যান ও পাইকগাছা উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, মফঃস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা শাখার সভাপতি আঃ আজিজ, সহ-সভাপতি আলাউদ্দীন রাজা, তালা রিপোর্টার্স ইউনিটের সভাপতি খলিলুর রহমান লিথু, বিশিষ্ট লেখক জি এম এমদাদ প্রমুখ। বক্তব্য রাখেন সাবেক কার্যকরী সহ-সভাপতি এইচ এম এ হাশেম, সাবেক সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সভাপতি এইচ এম জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক তপন পাল, কোষাধ্যক্ষ জগদীশ দে, দপ্তর সম্পাদক স ম নজরুল ইসলাম, ক্রিড়া-সাংস্কৃতিক ও প্রচার সম্পাদক আঃ সবুর আল-আমীন, নির্বাহী সদস্য পবিত্র মন্ডল, সদস্য পলাশ মজুমদার, এম আজিজুর রহমান প্রমুখ। পবিত্র কোরআন তোলোয়াত করেন জি এম এমদাদ, পবিত্র গীতা পাঠ করেন কোষাধ্যক্ষ জগদীশ দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম খান। আলোচনা সভার আগে সকাল ১০ টায় বর্ণাঢ্য র্যালী বের হয় এবং সভার শেষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।