রবিবার ● ১২ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » তালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত
তালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত
মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা ॥
সাতক্ষীরা তালায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। নিহতরা হলো এক সময়ের পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের কানাইলাল বাছাড়ের পুত্র বিদ্যুৎ বাছাড় (৪৬) এবং সুজনশাহা গ্রামের নুরুদ্দীন শেখের পুত্র তালহা শেখ (২৬)। এ সময় পুলিশ তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার পিস্তল, একটি রাম দা, চার টি ককটেল, দুই পিস তাজা গুলি এবং গ্রিল ভাঙ্গার সরঞ্জাম উদ্ধার করে। এ ঘটনায় তালা থানার এএসআই শফিউজ্জামান মোহন ও পুলিশ সদস্য কল্যাণ আহত হয়েছে। আহতরা তালা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। রবিবার (১২মার্চ) ভোর রাত তিনটার দিকে তালা উপজেলার রহিমাবাদ-মহান্দী সীমান্তবর্তী এলাকায় লক্ষণ দাসের আম বাগানের পাশে এ ঘটনা ঘটে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান হাফিজুর রহমান জানান, রাতে এসআই মোজাফ্ফরের নেতৃত্বে পুলিশ টহলরত অবস্থায় রহিমাবাদ-মহান্দী সীমান্তবর্তী এলাকায় একটি আম বাগানের পাশে পৌঁছালে ডাকাত দল টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পিছু হটে। পরে ঘটনাস্থলে দুইটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
তিনি আরও জানান, গুলাগুলির সময় তালা থানার এএসআই শফিউজ্জামান মোহন ও পুলিশ সদস্য কল্যাণ (ব্যাচ নং-৯৭৯) আহত হয়েছে। বিদ্যুতের নামে পাঁচটি অস্ত্র ও পাঁচটি ডাকাতি মামলাসহ ১৪টি মামলা রয়েছে।