বুধবার ● ১৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে সরকারি সেবা প্রদান বিষয়ক মতবিনিময়
আশাশুনিতে সরকারি সেবা প্রদান বিষয়ক মতবিনিময়
মোঃ নুর আলম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনিতে মৎস্য, কৃষি ও প্রাণি সম্পদ দপ্তর হতে সরকারি সেবা প্রদান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় উত্তরণ আশাশুনি কেন্দ্রে এসভার আয়োজন করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতায় উত্তরণ অপরাজেয় প্রকল্পের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম। জাতীয় মৎস্যজীবি সমিতি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে সভায় আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংবাদিক এম এম সাহেব আলি, উত্তরণ ম্যানেজার সেলিম আহমেদ, আইআরবি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ক্লাশ বিডি প্রকল্পের এরিয়া ম্যানেজার আব্দুস সাত্তার, মৎস্যজীবি নিতাই ঢালী, রাধাকান্ত সরকার, ভূমিহীন ওবায়দুল কাদের, রবিউল ইসলাম, ফেডারেশন বড়দল সভাপতি আঃ মান্নান, মৎস্যজীবি সংগঠন প্রতিনিধি নাসির উদ্দিন, বিমল কৃষ্ণ গাইন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সরকারি সেবা প্রদানের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং আশাশুনিতে ভূমিহীন ও মৎস্যজীবিদের জমিজবর দখল, হয়রানী, মামলা-হামলা নিয়ে আলোচন করা হয়। এব্যাপারে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয় এবং কর্মসূচি সফল করতে সাবেক মেম্বার হাবিবুল্লাহকে আহবায়ক, নিতাই ঢালীকে যুগ্ম আহবায়ক এবং রবিউল ইসলাম, ওবায়দুল কাদের, রাধাকান্ত সরকার ও নাসির উদ্দিনকে সদস্য করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়।