মঙ্গলবার ● ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে আর্ন্তজাতিক বর্ণ বৈষর্ম্য বিলোপ দিবস উদযাপন
আশাশুনিতে আর্ন্তজাতিক বর্ণ বৈষর্ম্য বিলোপ দিবস উদযাপন
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিতে আর্ন্তজাতিক বর্ণ বৈষর্ম্য বিলোপ দিবস উদযাপনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কারিতাস এর আয়োজনে উপজেলার বড়দল ক্যাথলিক গীর্জা হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বড়দল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে যেয়ে আলোচনা সভায় মিলিত হয়। বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম মোল্যা সভাপতিত্বে ও কারিতাসের সিডিও উত্তম ভর্ট্টাচার্যের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বড়দল কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিবহাব উদ্দীন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক গোপাল কুমার মন্ডল, যুগ্ম-সম্পাদক আকাশ হোসেন, ইউপি সদস্য রুহুল আমিন, ফাদার নিকোলাস মন্ডল, ফিলিপ মন্ডল, খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি পিয়াস হালদার,কারিতাসের জুনিয়র হিসাব রক্ষক নিজাম উদ্দীন, ঋষি দলিত সম্পদায়ের নেতা মাখন লাল প্রমুখ। এসময় বক্তাগণ বলেন জাত-পাত বর্ণবাদ উপেক্ষা করে আমাদের সন্তানদেরকে যদি সু-শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলে সহজের আমাদের মধ্যে সকল কু-সংস্কার বর্ণ বৈষম্য দুর করা সহজ হবে। বর্তমানে আমাদের মধ্যে থেকে অনেক কু-সংস্কার উঠে গেছে। খুব শীঘ্রই আমরা সকল কু-সংস্কার থেকে বেরিয়ে আসতে পারব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আহাদুল্লাহ সানা, শফিকুল ইসলাম, আক্তারুজ্জামান কেনা ঢালী সহ কারিতাস’র উপজেলা অফিসের সকল কর্মকর্তা বৃন্দ, উপকারভোগী ও দলীত সম্প্রদায়ের অভিভাবকবৃন্দ।