বুধবার ● ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » দাকোপে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত
দাকোপে নানা আয়োজনে বিশ্ব পানি দিবস পালিত
দাকোপ প্রতিনিধি
“পানির অপচয় রোধ করুন ও সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করুন” শ্লোগানকে সামনে রেখে দাকোপে নান্ াআয়োজনে বিশ্ব পানি দিবস পালিত হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টায় দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেসরকারী সংস্থা নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন, রুপান্তর ও হীড বাংলাদেশ’র সহযোগীতায় র্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলমের সভাপতিত্বে এবং নবযাত্রা প্রকল্পের ওয়াশ অফিসার পার্থ প্রতিম দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সহকারী শিক্ষা কর্মকর্তা পলাশ মন্ডল, ইউআরসি ইনস্ট্রাক্টর মোসলেম আলী, রুপান্তর সিসিএএল ম্যানেজার জাহিদুর রহমান প্রমুখ। সভায় বক্তারা পানি দিবসের তাৎপর্য তুলে ধরে পানির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করতে সকলকে সজাগ থাকার আহবান জানান।