বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » ৮ দফা দাবিতে মাগুরায় আর্ন্তজাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
৮ দফা দাবিতে মাগুরায় আর্ন্তজাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত
মাগুরা প্রতিনিধি: র্যালী, মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার মাগুরায় আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) মাগুরা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সংস্থার অস্থায়ী জেলা কার্যালয় হাসপাতাল পাড়াস্থ কাজী আব্দুল হক মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশ এর প্রধান কার্যালয় থেকে সকাল ১১ ঘটিকার সময় র্যালী বেরহয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কাজী আব্দুল হক মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বলরাম বসাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডা. কাজী তাসুকুজ্জামান, মুকল রঞ্জন শিকদার, এ্যাড. সঞ্জয় রায় চৌধুরী, শেফালী রানী দাস, শামীম শরিফ, নিখিল কুমার দাস, অমল কুমার বিশ্বাস, কমলেশ চন্দ্র ঘোষ, সুবধ কুমার বাগদি, অসিত কুমার দাস অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করে উত্তম কুমার দাস মন্টু সাধারণ সম্পাদক বিডিআরএম মাগুরা জেলা শাখা।
মানববন্দনে বক্তারা জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণনয়ন, দেশের সকল জেলার দলিত জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’র আওতায় আনা, দলিত ছাত্র-ছাত্রীদের সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কোটা প্রবর্তন করা, সরকারি চাকুরিতে দলিত জনগোষ্ঠীর জন্য কোটা ব্যবস্থা প্রবর্তন করার ওপর সরকারের প্রতি আহবান জনান। মানববন্ধন ও সমাবেশে মাগুরা জেলার ৪টি উপজেলা থেকে শতাধিক দলিত ও বঞ্চিত জনগোষ্ঠির লোক উপস্থিত ছিল।