শনিবার ● ২৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাটকেলঘাটায় পারকুমিরা বধ্যভুমি ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
পাটকেলঘাটায় পারকুমিরা বধ্যভুমি ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
মো. রিপন হোসাইন ॥
২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস উপলক্ষে পাটকেলঘাটায় পারকুমিরা বধ্যভুমিতে যথাযথ মর্যাদায় স্মরণ করা হয়েছে শহীদদের।
শনিবার সকালে বধ্যভুমি সংরক্ষন কমিটি ও উপজেলা প্রশাসনের আয়োজনে পারকুমিরা বধ্যভুমিতে গনকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। তালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামে সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেনের পরিচালনায় উপস্থিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান মোজাফ্ফর রহমান, কামরুজ্জামান লিপু, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্দুস সামাদ, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহসম্পাদক রফিকুল ইসলাম,তালা উপজেলা জাতীয় পাটির সাধারন সম্পাদক সরদার আলাউদ্দীন, প্রধান শিক্ষক বাবলুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীন, আ’লীগ নেতা শেখ টিপু সুলতান, আনছার আলী,মফিদুল ইসলাম, মাহবুব হোসেন মিন্ট,মাহফুজুর রহমান মধু,আনোয়ার হোসেন,যুবলীগ নেতা আবু হোসেন,ছাত্রলীগ নেতা রিপন হোসাইন,সহ স্থানীয় আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদসহ মুক্তিযোদ্ধা স্বপক্ষে নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকবাহিনী সার্স লাইটের নামে নির্বিচারে গনহত্যার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং সরকারী ভাবে গনহত্যা দিবস পালনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
১৯৭১ সালে ২৩ এপ্রিল পাকবাহিনী পাটকেলঘাটায় পারকুমিরা গ্রামে ৭৯ জন নিরস্ত্র সাধারন গ্রামবাসীকে হত্যা করে। সেখানে তাদের গনকবর দেয়া হয়।