রবিবার ● ২৬ মার্চ ২০১৭
প্রথম পাতা » সাহিত্য » উপকূল সাহিত্য পরিষদের স্বাধীনতা স্মরণিকা ধূমকেতুর মোড়ক উম্মোচন
উপকূল সাহিত্য পরিষদের স্বাধীনতা স্মরণিকা ধূমকেতুর মোড়ক উম্মোচন
মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা ॥
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পাইকগাছা উপকূল সাহিত্য পরিষদের পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও বিশেষ স্মরণিকা ‘ধূমকেতু’ প্রকাশিত হয়েছে। রোববার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রকাশিত স্মরণিকা ধূমকেতু’র মোড়ক উম্মোচন করেন উপস্থিত অতিথি বৃন্দ। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, এএসপি সন্দীপ সরকার, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউএনও পতœী ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিয়া বেগম, উপজেলা চেয়ারম্যান পতœী শাহীনা বাবর, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক আব্দুল গফফার, অজিত কুমার সরকার, উপকূল সাহিত্য পরিষদের আহবায়ক সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, সদস্য সচিব হিরন্ময় রায়, শাহীনা বাবর, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক লুৎফা ইসলাম, বিকাশেন্দু সরকার। স্মরণিকা ধূমকেতু’র সম্পাদনা করেছেন উপকূল সাহিত্য পরিষদের সদস্য ও সাংবাদিক মোঃ আব্দুল আজিজ।