সোমবার ● ২৭ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাগুরায় পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ ডিআইজি‘র কাছে দেড় শতাধিক মাদকসেবির আত্মসমর্পন
মাগুরায় পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ ডিআইজি‘র কাছে দেড় শতাধিক মাদকসেবির আত্মসমর্পন
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরায় গতকাল সোমবার পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের নোমানি ময়দানে জেলা পুলিশ প্রশাসন আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান।
মাগুরা পুলিশ সুপার মো. মুনিবুর রহমানের সভাপতিত্বে এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবর রহমান, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মোল্যা নবুয়ত আলিসহ আরো অনেকে।
সমাবেশ শেষে জেলার বিভিন্ন অঞ্চলের দেড় শতাধিক মাদকসেবি এবং ব্যাবসায়ি সুস্থ্য জীবনে ফিরে আসার প্রত্যয় নিয়ে খুলনা রেঞ্জের ডিআইজি’র কাছে আত্মসমর্পন করেন।