শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩১

SW News24
শনিবার ● ৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » মাগুরায় পাঁচ শতাধিক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে জনতা সমবায় সমিতি পালিয়েছে
প্রথম পাতা » সর্বশেষ » মাগুরায় পাঁচ শতাধিক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে জনতা সমবায় সমিতি পালিয়েছে
৪৪০ বার পঠিত
শনিবার ● ৮ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় পাঁচ শতাধিক গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে জনতা সমবায় সমিতি পালিয়েছে

মাগুরা প্রতিনিধি : মাগুরা শহরতলীর পাঁচ শতাধিক গ্রাহকের প্রায় ৩ কোটি নিয়ে পালিয়েছে জনতা সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেড ।

তিল তিল করে জমানো টাকা ফেরত পাওয়ার আশায় প্র্য়া প্রতিদিনই তালাবদ্ধ অফিসের সামনে ধরনা দিচ্ছেন এ প্রতিষ্ঠানের প্রতারিত গ্রাহকরা । এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে ।

চায়ের দোকান থেকে আয়ের একটি অংশ জনতা সমবায় সমিতিতে জমা করতেন  নিজাম উদ্দিন । দুই বছরে সঞ্চয়ের পরিমান হয়েছিল প্রায় ৪২ হাজার টাকা । টাকা আনতে গিয়ে দেখেন অফিস  তালাবদ্ধ । পরে জানতে পারেন এই সংস্থার সবাই এখন লাপাত্তা ।

শুধু নিজামই নয় , তার মতো প্রায় ৫০০ গ্রাহকের অবস্থা এখন এমন । ক্ষতিগ্রস্ত গ্রাহকদের  সাথে কথা বলে জানাগেছে , কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের  খন্দকার আবুল কালাম আজাদ  জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ছিলেন । তিনি মাগুরা শহরের আল আমিন  মার্কেটের ২য় তলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে  সমিতির কার্যক্রম  পরিচালনা  করতেন । খন্দকার আবুল কালাম আজাদের সাথে  কার্যক্রম  পরিচালনায় ছিলেন শাহরিয়ার রহমান নামে এক কর্মকর্তা ,হিসাবরক্ষক ডলি ,একজন পিয়ন ও চারজন  মাঠকর্মী । স্থানীয়  চায়ের দোকানি ,ক্ষুদ্র ব্যবসায়ী ,ভ্যান-রিকসা ও দিন মজুরদের  র্টাগেট  করে  দিয়ে  কার্যক্রম, শুরু করে  তারা । এভাবে  ৮ বছরে প্রতিষ্ঠানটি অনন্ত  ৫০০ গ্রাহক  তৈরি  করে ।

অনুসন্ধানে জানা গেছে ,কতৃপক্ষের অনুমোদন ছাড়াই জনতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড  মাগুরায় প্রায় ৮ বছর ধওে ব্যাংকিংসহ ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করেছে । স্থানীয়  দরিদ্র গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে অন্তত তিন কোটি  টাকা । টাকা আতœসাতের অভিযোগে প্রতারিত গ্রাহকদের পক্ষথেকে  প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মাগুরা  সদর থানায়  মামলা  করেছেন আবদুল আজিজ ।

মামলার নথি  ও ভুক্তভোগীদের কাছ থেকে  জানা যায় মাগুরা শহরের ভায়নার মোড়ে আল-আমিন মার্কেটের ২য় তলায়  প্রতিষ্ঠানটির কার্যক্রম  পরিচালিত  হত । কিন্তু গত বৃহস্পতিবার থেকেই কার্যালয়ে তালা ঝুলছে । প্রতিষ্ঠানটির  কর্মকর্তা-কর্মচারিদের দেখা যাচ্ছে  না ।

মাগুরা সমবায় অফিসথেকে  নিবন্ধন নিয়ে  প্রতিষ্ঠানটি  ২০০৯  সালে  তাদের  কার্যক্রম শুরু  করে । যথাযথ কর্তৃপক্ষের  অনুমোদন ছাড়া চালু  করে এফডিআর ,ডিপিএস সহ বিভিন্ন স্কিম । বেশি মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদেও কাছ থেকে আমানত  সংগ্রহ  করে ।

আল-আমিন  মার্কেটের  মালিক  হাফিজুর  রহমান জানান ,বার্ষিক  ১২-১৪ শতাংশ  হারে মুনাফা দেওয়ার  প্রতিশ্রুতি  দিয়েছিল  সমিতি । এ কারণেই  গ্রাহকের  সংখ্যা বেড়েছে । চেয়ারম্যান খন্দকার  আবুল কালাম আজাদ  ১০ বছরের  জন্য  তার  কাছ থেকে  বাড়ি ভাড়া  নিয়েছিলেন ।  গত ৮ বছর  তিনি কোনো ভাড়া নেননি । এর পরিবর্তে  ভাড়া বাবদ প্রাপ্য টাকা  তিনি  সমিতিতে  গচ্ছিত  রাখেন । এখন  সমিতিটি  বন্ধ  হয়ে  যাওয়ায় ঘর ভাড়া বাবদ ৬ লাখ ও  ডিপিএসের  প্রায় ৩ লাখসহ  প্রায় ৯ লাখ  টাকা  ফিরে  পাওয়ার কোনো  আশা নেই  তার । এ নিয়ে  হাফিজুর রহমান  মাগুরা থানায় লিখিত অভিযোগ  দিয়েছেন বলে  পুলিশ  জানায় । জনতা সঞ্চয় ও ঋণদান সমিতির  কার্যলয়ের  নিচ তলায় রয়েছে এসএ  পরিবহনের মাগুরা শাখার অফিস । এখানে কাজ করেন শহরতলীর পাশ্ববতী  পারনান্দুয়ালি  গ্রামের  নাছিমা খাতুন । তিনি জানান ,  শহরের বেশ কিছু ক্ষুদ্র ব্যবসায়ী অধিক মুনাফা লাভের  আসায় এফডিআর ,ডিপিএস সহ বিভিন্ন স্কিমের  আওতায় গচ্ছিত রেখেছিলেন  তাদের সঞ্চয় । জনতা  সমিতির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ারের  প্ররোচনায়  তিনি  নিজেও  ৯  হাজার  জমা রেখেছিলেন  সমিতিতে ।

এ  বিষয়ে মাগুরার  অতিরিক্ত  পুলিশ  সুপার  তারিকুল ইসলাম  জানান , জনতা সঞ্চয় ও ঋণদান সমিতি লিমিটেড  নামে একটি  প্রতিষ্ঠান  প্রতারনার  মাধ্যমে  গ্রাহকদের  টাকা  আতœসাৎ  করেছে  শুনেছি । আমরা  উক্ত  প্রতিষ্ঠানটির  বিষয়ে অভিযোগ পেয়ে   তদন্ত  শুরু  করেছি । এর  সাথে  যারা  জড়িত  তাদের ধরার  ব্যাপারে  পুলিশ  কাজ  করছে । অভিযুক্তদের  আইনের  আওতায়  আনা হবে ।

তিনি  আরো জানান , তাদের  বিষয়ে কেউ  তথ্য  দিলে  তাৎখনাত  ব্যবস্থা  গ্রহন  করা  হবে ।





সর্বশেষ এর আরও খবর

পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন পাইকগাছায় বাজার খোলা দূর্গা মন্দিরের কমিটি গঠন
২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯ ২০২১ সালে সড়কে নিহত ৭৮০৯, আহত ৯০৩৯
নৌবাহিনীর বি/২০২১ ব্যাচের নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত নৌবাহিনীর বি/২০২১ ব্যাচের নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
চোখে কালো কাপড় বেঁধে একাই দাঁড়ালেন চবি শিক্ষক চোখে কালো কাপড় বেঁধে একাই দাঁড়ালেন চবি শিক্ষক
চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের হরতাল পালিত চট্টগ্রামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের হরতাল পালিত
কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে কপোতাক্ষের ভাঙ্গনে পাইকগাছার বোয়ালিয়া মালোপাড়ার বাসিন্দারা নির্ঘুম রাত কাটাচ্ছে
খুলনায় শ্রম আইন ও শিল্প সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন খুলনায় শ্রম আইন ও শিল্প সম্পর্কিত বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পাইকগাছায় নবাগত ইউএনও মমতাজ বেগমের যোগদান পাইকগাছায় নবাগত ইউএনও মমতাজ বেগমের যোগদান
খুলনায় বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত ;বঙ্গমাতা ছিলেন একজন ক্ষনজন্মা, কালজয়ী নারী খুলনায় বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপিত ;বঙ্গমাতা ছিলেন একজন ক্ষনজন্মা, কালজয়ী নারী
পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে  তপন বিশ্বাসের মানবেতর জীবন যাপন পাইকগাছায় ভাঙ্গা মাটির ঘরে তপন বিশ্বাসের মানবেতর জীবন যাপন

আর্কাইভ