মঙ্গলবার ● ১৮ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » কেশবপুরে শস্য কর্তনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
কেশবপুরে শস্য কর্তনের উপর মাঠ দিবস অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
কেশবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে শস্য কর্তনের উপর পৃথক ৩ টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শহরের সাবদিয়া এলাকায় কৃষক আফতাব উদ্দীনের ক্ষেতে ব্রী ২৮ জাতের ধান, মজিদপুরের কৃষক লতিফ মালীর ক্ষেতে ব্রী ৫৬ জাতের ধান ও একই গ্রামের কৃষক শামসুর মোড়লের ক্ষেতে ব্রী ৬৩ জাতের ধান কর্তন করা হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান, পৌর সভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রভাত কুমার ও মজিদপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস। প্রদর্শনী প্লটে ব্রী ২৮ জাতের ধান হেক্টর প্রতি ৫.৮৪ মেট্রিক টন, ব্রী ৫৯ জাতের ধান হেক্টর প্রতি ৮.২ মেট্রিক টন ও ব্রী ৫৬ জাতের ধান হেক্টর প্রতি ৬.৫৮ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে।