শুক্রবার ● ২১ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় র্যাব-৬ এর অভিযানে এক চক্ষু চিকিৎসক আটক
পাইকগাছায় র্যাব-৬ এর অভিযানে এক চক্ষু চিকিৎসক আটক
এস ডব্লিউ নিউজ ॥
র্যাব-৬ পাইকগাছায় অভিযান চালিয়ে এক চক্ষু চিকিৎসক কে আটক করেছে। অনিবন্ধিত ও গড়মিল সনদপত্র ব্যবহারের অভিযোগে র্যাব-৬ এর এসআই মাসুদ রানার নেতৃত্বে শুক্রবার সকালে উপজেলার বাঁকা বাজারের আল আমিন মেডিকেল হল থেকে ডাঃ আব্দুল মালেক মোড়ল নামে এক চক্ষু চিকিৎসককে আটক করেছে। আটক চক্ষু চিকিৎসক আব্দুল মালেক দীর্ঘদিন ধরে খুলনা-সাতক্ষীরার বিভিন্ন এলাকায় দেশ-বিদেশের বিভিন্ন আয়ুর্বেদিক প্রতিষ্ঠানের অনিবন্ধিত সনদ ব্যবহার করে চিকিৎসা চালিয়ে যাচ্ছিল বলে র্যাব জানিয়েছে। দুপুরে চিকিৎসক মালেককে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে এ্যালাপ্যাথিক ও আয়ুর্বেদিক আইনী জটিলতার কারনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান তাকে খুলনায় প্রেরণ করেন। অনিয়ম ও প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হতে পারে বলে র্যাব-৬ এর এসআই মাসুদ রানা জানিয়েছেন।