শনিবার ● ২২ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু
মাগুরার শ্রীপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই শুরু
মাগুরা প্রতিনিধি :
মাগুরার শ্রীপুর উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শনিবার শুরু হয়েছে। এ কার্যক্রম শুরুর আগে যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও যাচাই-বাছাই নীতিমালা সম্পর্কে অবহিত করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ নং গয়েশপুর ইউনিয়নের ৭২ জন মুক্তিযোদ্ধা দাবীদার আবেদনকারীদের সাক্ষাতকার শুরু হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে যাচাই-বাছাই কমিটিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফা, জামুকার প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস।
এ ব্যাপারে কমিটির সদস্য সচিব জানান, পর্যায়ক্রমে উপজেলার ৮টি ইউনিয়নের আবেদন যাচাই-বাছাই শেষে ইউনিয়ন ভিত্তিক তালিকা প্রকাশ করা হবে।