শনিবার ● ৬ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ; আহত ২৫
পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষ; আহত ২৫
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আলোচিত মিনহাজ নদীর দখল ও কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে হামলা-মামলা, দখল-পাল্টা দখল ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। সর্বশেষ শুক্রবার বিকালে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়। এর আগে দু পক্ষের মধ্যে একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের বিরোধ নিরসন করা না গেলে, আগামী তে যে কোন মূহুর্তে বড় ধরণের অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশংকা করছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করা হয়েছে।
জানাগেছে, উপজেলার গড়ইখালী, লস্কর ও চাঁদখালীসহ ৩টি ইউনিয়নের পানি সরবরাহের অন্যতম মাধ্যম হলো মিনহাজ (বদ্ধ) নদী। ২৫১ একর আয়তনের নদীটি ১৪২২ হতে ১৪২৪ সন পর্যন্ত ইজারা নেয় পূর্ব গজালিয়া মৎস্যজীবী সমবায় সমিতি। পরে সমিতির কাছ থেকে একাধিক ব্যক্তিরা নদীটি সাবলীজ নিলে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বর্তমানে নদীটির কর্তৃত্ব ও দখল নিয়ে এ্যাডঃ এনামুল গং ও রব গংদের মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে নদীর দখল-পাল্টা দখল নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক হামলা-মামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু’পক্ষের দায়ের করা একাধিক এ সকল মামলায় স্থানীয় জনপ্রতিনিধি সহ নিরিহ এলাকাবাসীকে আসামী করা হয়েছে বলে অনেকেই অভিযোগ করেছেন। এমনকি মামলার আসামী থেকে রেহায় পাননি থানা পুলিশও। গড়ইখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইয়াসিন হোসেন বলেন, দু’পক্ষের মধ্যে ইতোমধ্যে পরস্পর বিরোধী কমপক্ষে ১০টি মামলা হয়েছে। যার একাধিক মামলায় আমি ও আমার পরিবারকে আসামী করা হয়েছে। আমার মত এলাকার অনেক নিরিহ মানুষকে এভাবে মামলার আসামী করে হয়রানি করা হচ্ছে বলে স্থানীয় এ জনপ্রতিনিধি অভিযোগ করেন। এদিকে শুক্রবার বিকালে মিনহাজ স্লুইচ গেট সংলগ্ন কানাখালী ব্রীজ এলাকায় দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ থেকে ২৫ জন আহত হয়। গুরুতর আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বাকি আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়। এ ব্যাপারে থানার ওসি এসএম জাবীদ হাসান জানান, শুনেছি শুক্রবার বিকালে মিনহাজ নদী নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানতে পেরেছি, তবে এ ঘটনায় দু’পক্ষের কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি।