রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » নড়াইলে বিএনপির কর্মী সভায় পুলিশের বাঁধার অভিযোগ
নড়াইলে বিএনপির কর্মী সভায় পুলিশের বাঁধার অভিযোগ
নড়াইল প্রতিনিধি
পুলিশের বাঁধার কারণে নড়াইলে বিএনপির কর্মী সভা পন্ড হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার (৭ মে) সকাল ১০টায় জেলা বিএনপির অফিসে এ কর্মী সভা হওয়ার কথা ছিল।
বিএনপির নেতারা অভিযোগ করেন, আগে থেকে অবগত করার পরও হঠাৎ করে পুলিশের বাঁধার কারণে রোববারের কর্মী সভা পন্ড হয়ে যায়। এ কর্মী সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও জয়ন্ত কুমার কুন্ডুর উপস্থিত থাকার কথা ছিল। দলীয় সূত্রে জানা গেছে, আগামি সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির তৃণমূলে দলকে নির্বাচনমুখী করার জন্য কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মী সভা হওয়ার কথা ছিল।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের সিকদার বলেন, মৌখিকভাবে অনুমতি দেবার পরও হঠাৎ করে কর্মী সভা করতে দেয়নি পুলিশ। এমনকি গতকাল শনিবার (৬ মে) রাতে জেলা বিএনপির কয়েকজন নেতার বাড়িতে হানা দেয় পুলিশ। এদিকে সদর থানার ওসি দেলোয়ার হোসেন খান দাবি করে বলেন, জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণে সংঘর্ষের আশংকায় নেতাকর্মীরা কর্মী সভায় আসেননি। এখানে পুলিশের কোনো ভূমিকা নেই। আর বিএনপি নেতাদের বাড়িতে পুলিশের হানা দেওয়ার অভিযোগ ঠিক নয় বলে জানিয়েছেন তিনি।