বৃহস্পতিবার ● ১৮ মে ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছার অনির্বাণ লাইব্রেরিতে ডায়াবেটিস ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছার অনির্বাণ লাইব্রেরিতে ডায়াবেটিস ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ঐতিহ্যবাহী অনির্বাণ লাইব্রেরিতে দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে উপজেলার মামুদকাটী অনির্বাণ লাইব্রেরি চত্ত্বরে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, পাইকগাছা ডায়াবেটিস সেন্টার ও অনির্বাণ লাইব্রেরি যৌথভাবে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
অনির্বাণ লাইব্রেরির সভাপতি সমীরণ দে’র সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল হাসান। সম্মানিত বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)-এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও খুলনা জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ মোহাঃ শহীদ উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন, পার্লামেন্ট জার্ণালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিখিল ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, পার্লামেন্টনিউজ-এর প্রধান সম্পাদক কামরুজ্জামান সেলিম, আওয়ামীলীগ নেতা উপাধ্যক্ষ আফসার আলী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিশ্বজিৎ মন্ডল, মেডিকেল অফিসার প্রশান্ত কুমার মন্ডল, বিএনএসবি চক্ষু হাসপাতালের ডাঃ দ্বীপা বালা, ডাঃ জুবায়েত জুয়েল, মেডিকেল ক্যাম্পের আহবায়ক ডাঃ বাসুদেব রায়, সাংবাদিক পারভেজ মোহাম্মদ ও আব্দুল আজিজ। প্রভাত দেবনাথের পরিচালনায় বক্তব্য রাখেন, অধ্যাপক জামিনী সরকার, প্রধান শিক্ষক নীলিমা রানী ঢালী ও শ্রমিক নেতা শাহাজাহান কবির। মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৭শ রোগীকে ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। অনুরূপভাবে ৭১ জন রোগীকে অপারেশনের জন্য চিহ্নিত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।