বৃহস্পতিবার ● ১ জুন ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে
পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা ॥
বৈরী আবহাওয়া সত্ত্বেও পাইকগাছায় পাটের আবাদ ভাল হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় ৬১৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। পাইকগাছার লবণাক্ত এলাকায় চাষাবাদ জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার উপর নির্ভর করে।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৬ শত ১৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এরমধ্যে তোষা ৬’শ ১০ হেক্টর ও দেশী ৫ হেক্টর। লবনাক্ত পাইকগাছার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর ৩৭ হেক্টর, হরিঢালী ১৮৩ হেক্টর ও স্থানীয় ২ হেক্টর, কপিলমুনি ২৬০ হেক্টর ও স্থানীয় ৩ হেক্টর, রাড়–লী ১২৫ হেক্টর, পৌরসভা ৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের কৃষক সবুর হোসেন আনিছ, মোস্তাক আলী, আবুল কাশেম জানান, পাট চাষের শুরুতে অনাবৃষ্টির কারণে পাট চাষের জন্য জমিতে জো না থাকায় সময়মত পাট বীজ বিপন করতে পারেনি। তবে কিছু কিছু কৃষকরা যেখানে পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে সেখান থেকে পানি সেচ দিয়ে পাট বপন করেছে। পরবর্তীতে পাট চাষের জন্য প্রয়োজনীয় বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে। কৃষকরা তোষাও ৯৮ ও ৯৭, দেবগ্রী, এওসি ও বঙ্কিম জাতের বীজ বেশি বপন করেছে। ক্ষেত বিশেষ দেড় ফুট থেকে প্রায় ৬ ফুট পর্যন্ত পাটের উচ্চতা বৃদ্ধি পেয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, পাট বীজ বপনের সময় জমিতে জো না থাকায় কৃষকদেরা পাট চাষ করতে কিছুটা দেরি হয়েছে। পরবর্তীতে পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হওয়ায় পাটের আবাদ ভাল হয়েছে এবং পাটকাঠি ও পাটের আস থেকে কৃষকরা আশানারুপ মূল্য পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।