শুক্রবার ● ২ জুন ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানকে হত্যার চেষ্টা ॥ থানায় জিডি
পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানকে হত্যার চেষ্টা ॥ থানায় জিডি
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানকে হত্যার চেষ্টার ঘটনায় থানায় জিডি হয়েছে।
কেশবপুর থানায় ডিডি সূত্রে জানাগেছে, উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের স্ত্রী মমতাজ বেগম জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশী সেলিনা বেগমের বিরুদ্ধে পাঁজিয়া ইউনিয়ন পরিষদে একটি মৌখিক অভিযোগ করে। বিষয়টি পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল ৩ নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমানকে সরজমিন দেখার জন্য পাঠান। ইউপি সদস্য খলিলুর রহমান স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে বুধবার বিকাল ৪ টার দিকে উভয় পক্ষকে ডেকে শুনতে থাকাকালে বেলকাটি গ্রামের আঃ আজিজ বিশ্বাস, আঃ মাজিদ বিশ্বাস, আহম্মদ আলী বিশ্বাস ও মমতাজ বেগম তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করার তারা ধারালো দা, লোহার রড, শাবল-সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইউপি সদস্য খলিলুর রহমানকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তার ডাক চিৎকারে এলাকাবাসি এগিয়ে আসলে তারা তাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হত্যার হুমকী দিয়ে চলে যায়। এ ব্যাপারে ইউপি সদস্য খলিলুর রহমান জীবনের নিরাপত্তা চেয়ে কেশবপুর থানায় একটি জিডি করেছেন যার নং- ১৮, তারিখ ০১-০৬-১৭।