শনিবার ● ৩ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন
পাইকগাছায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন
এস ডব্লিউ নিউজ ॥
পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদ ও পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবীতে পাইকগাছা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাজার চৌ-রাস্তা মোড়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ শেখ ফারুক হোসেন, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, রবি শংকর মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক গাজী সালাম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, গাজী শামছুল হুদা খোকন, গাজী শহিদুল ইসলাম খোকন, গাজী আব্দুস সামাদ, আমিন উদ্দীন সানা, সাজ্জাত আলী সরদার, মাওঃ রইসুল ইসলাম, ইউপি সদস্য রফিকুল ইসলাম, মৃত্যুঞ্জয় সরদার, আব্দুর রাজ্জাক সরদার, আলহাজ্ব লেয়াকত আলী, সাবেক কাউন্সিলর রাফেজা খানম, মমতাজ পারভীন, শেখ আব্দুল হাফিজ, স ম আব্দুল জব্বার ও আছাদুল ইসলাম। মানববন্ধন কর্মসূচিতে বক্তরা বলেন, বর্তমান সরকার যেখানে অতিতের যে কোন সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে, সেখানে দেশের কোথাও ভয়াবহ লোডশেডিং থাকার কথা নয়, অথচ বর্তমান ডিজিএম যোগদানের পর হতে এলাকায় ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। পবিত্র রমজান মাসে লোডশেডিং এর মাত্রা আরো বাড়িয়ে ডিজিএম ইচ্ছা করেই সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করছেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হলে আগামী ১ সপ্তাহ পর ডিজিএম’এর অপসারণের দাবীতে নাগরিক কমিটির পক্ষ থেকে কঠোর আন্দোলন করা হবে বলে মানববন্ধনে নাগরিক নেতৃবৃন্দ কর্মসূচি ঘোষণা দিয়েছেন।