রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় পাখি সুরক্ষায় বনবিবির উদ্যোগে গাছে মাটির পাত্র স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে
পাইকগাছায় পাখি সুরক্ষায় বনবিবির উদ্যোগে গাছে মাটির পাত্র স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় পাখির অভয়াশ্রম ও আবাসস্থল নিশ্চিত করার লক্ষ্যে পরিবেশবাদী সংগঠন বন বিবি’র উদ্যোগে গাছে মাটির পাত্র হাড়ি-কলস স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার সকাল ১০টায় পাইকগাছার গদাইপুর ফুটবল খেলার মাঠের পাশে বাগানের গাছে মাটির হাড়ি-কলস স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন বন বিবি’র সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আ’লীগনেতা রতন কুমার ভদ্র, সাংবাদিক আফরা নাজলীন, রিপন হোসেন, শ্যাম সুন্দর ভদ্র, পাইকগাছা আলোকযাত্রা দলের কাজী রিয়া ইসলাম, রুনী, সুমাইয়া ইসলাম, সুমা, প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় পাখির গুরুত্ব অপরসীম। তাই মানুষকে পাখি সুরক্ষায় সচেতন করতে হবে। উল্লেখ্য বনবিবি’র ব্যবস্থাপনায় পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে পর্যয়ক্রমে মাটির হাড়ি-কলস স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায় প্রায় ৫ শতাধিক মাটির হাড়ি-কলস গদাইপুর ইউনিয়ন, পৌরসভায় স্থাপন করা হবে এবং পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামের গাছে মাটির পাত্র স্থাপন করার উদ্যোগ গ্রহণ করা হবে।