বুধবার ● ৭ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভাষা সৈনিক শহীদ এমএ গফুরের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
ভাষা সৈনিক শহীদ এমএ গফুরের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালিত
এস ডব্লিউ নিউজ ॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক এমএনএ শহীদ এমএ গফুরের ৪৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ এমএ গফুর স্মৃতি সংসদ ও শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়ানুষ্ঠান ও ইফতার মাহফিল। স্মৃতি সংসদের সভাপতি ও শহীদ এমএ গফুরের জৈষ্ঠ্য পুত্র আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। স্বাগত বক্তব্য রাখেন, স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এসএম সাইফুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, মুক্তিযোদ্ধা সুবোল চন্দ্র মন্ডল। প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ, জগদীশ চন্দ্র রায়, মাসুমা বেগম, মিজানুর রহমান। উপস্থিত ছিলেন, কমরেড শেখ আব্দুল হান্নান, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, এ্যাডঃ মোজাফফার হাসান, কাউন্সিলর গাজী আব্দুস সালাম, এসএম তৈয়েবুর রহমান, এ্যাডঃ মোর্তজা জামান আলামগীর রুলু, প্রভাষক মশিয়ার রহমান, প্রধান শিক্ষক রেজাউল করিম, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, গাজী শহীদুল ইসলাম খোকন, হিরন্ময় রায়। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রইসুল ইসলাম। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা শহীদ এমএ গফুর হত্যার বিচার এবং ভাষা সৈনিকের স্বীকৃতি ও শহীদ এমএ গফুরের নামে কৃষি কলেজ, শিববাটী ব্রীজ ও পাইকগাছা-কয়রা সড়কের নামকরণের দাবী জানান।