সোমবার ● ১২ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত
পাইকগাছায় মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, ওসি আমিনুল ইসলাম, ওসি (তদন্ত) এস,এম জাবিদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, এস,এম, এনামুল হক, কওসার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জি,এম,এম, আজহারুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ, শিক্ষক খালেকুজ্জামান, আব্দুল ওহাব ও আশুতোষ কুমার মন্ডল। সভায় প্রধান সড়ক সংস্কার, মিনহাজ নদীর নেটপাটা অপসারণ, নাসিরপুর খাল অবমুক্ত, সোলাদানার বরইতলা খেয়াঘাট ও মটরস্ট্যান্ডে মাদকের ব্যবহার হরিখালী ও পারিশামারী নদীতে অবৈধ বাঁধ, পৌর বাজারের যাতায়াতের রাস্তা হকারমুক্ত, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বাধ্যতামূলক হেলমেট ব্যবহার, রাতে হাসপাতাল অভ্যন্তরে পুলিশী টহল ব্যবস্থা, পৌরসভার ভিক্ষুকদের পুনর্বাসন কর্মসূচির আওতায় আনা, ছাত্রলীগ নামধারী কতিপয় উচ্ছৃংখল যুবকদের মধ্যে সৃষ্টবিরোধ নিরসন, ঈদকে সামনে রেখে পরিবহন ও বাসে টিকিট কালো বাজারী বন্ধ ও কুকুরের উপদ্রব বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।