বৃহস্পতিবার ● ১৫ জুন ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » শালিখায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
শালিখায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা বৃহস্পতিবার জেলার শালিখা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার সূমী মজুমদার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে মা-শিশু স্বাস্থ্য পরিচর্যা,নিরাপদ মাতৃত্ব রক্ষা এবং বাল্য বিবাহের কুফল সর্ম্পকে আলোকপাত করেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) মো. মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াচুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা রাণী মল্লিক, ডাক্তার এম এ হাই, ধনেশ^রগাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ ।
কর্মশলায় মা-শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব রক্ষায় যৌতুক এবং জন্ম নিবন্ধন বিষয়ে অলোকপাত করার পাশপাশি বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে আরো সচেতন হওয়ার আহবান জানান বক্তরা। অনুষ্ঠানে শিক্ষক, জনপ্রতিনিধি,সাংবাদিকসহ বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের ৩০জন প্রতিনিধি অংশ নেন।