বৃহস্পতিবার ● ২২ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় এমপি’র মধ্যস্থতায় পুলিশ ও ডাক্তারদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান
পাইকগাছায় এমপি’র মধ্যস্থতায় পুলিশ ও ডাক্তারদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় অবশেষে এমপি’র মধ্যস্থতায় অবসান হলো পুলিশ ও ডাক্তারদের মধ্যে ভুল বোঝাবুঝি। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সমঝোতার মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে উভয়ের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করা হয়।
উল্লেখ্য, বুধবার সকালে থানা পুলিশের অসুস্থ্য এক কনস্টেবলের (ড্রাইভার) চিকিৎসা সেবা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় কুমার মন্ডলের সাথে থানার ওসি আমিনুল ইসলামের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ নিয়ে ডাঃ সঞ্জয়ের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়। যা নিয়ে হাসপাতালের ডাক্তারদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এতে একদিকে পুলিশের বিরুদ্ধে সকল ডাক্তাররা একদিকে অবস্থান নেয়, অপরদিকে দায়িত্ব অবহেলা ও অসৌজন্য মূলক আচারণের অভিযোগে ডাক্তারদের বিরুদ্ধে অনড় থাকেন থানা পুলিশ। বিষয়টি নিয়ে হাসপাতাল ও থানা কর্তৃপক্ষের মধ্যে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হলে অবশেষে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষের সকলকে নিয়ে সমঝোতার আয়োজন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক। আলোচনার এক পর্যায়ে এমপি’র মধ্যস্থতায় দু’পক্ষের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান হয়। থানার ওসি ও হাসপাতাল কর্তৃপক্ষ একে অপরের হাতে হাত মিলিয়ে নিজেদের মধ্যে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী ও শেখ মনিরুল ইসলাম সহ গণমাধ্যম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।