বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » আশাশুনিতে কৃষকলীগের মনোনীত আহবায়ক কমিটি গঠন
আশাশুনিতে কৃষকলীগের মনোনীত আহবায়ক কমিটি গঠন
আহসান হাবিব, আশাশুনি: আশাশুনিস্থ বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা কমিটির সদস্যদের সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক সুবোধ চক্রবর্তী কর্তৃক প্রেস বিজ্ঞপ্তিতে জানাগেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় আশাশুনি ইউনিয়ন পরিষদ হল রুমে সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তী। শুরুতে জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধুর আশু রোগমুক্তি কামনা করা হয়। সভায় গত ৩ জুলাই জেলা কমিটির সভাপতি/সম্পাদক কর্তৃক যৌথ স্বাক্ষরিত এক পত্রের নির্দেশনা মোতাবেক উপজেলা নতুন আহবায়ক কমিটি গঠন কল্পে আলোচনা সভা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, উপজেলা যুবলীগের আহবায়ক ও আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারমান সম সেলিম রেজা মিলন, যুবলীগ নেতা তাওমিদ হোসেন ডেভিট, জেলা কৃষকলীগের শিক্ষা ও কৃষি বিষয়ক সম্পাদক প্রভাষক আব্দুল আলিম, সদস্য সম সেলিম রেজা, শ্রীদাম চন্দ্র বাছাড়, মধুসুদন রায় ও মতিলাল সরকার। উক্ত সভায় অন্যান্য সদস্যগন অনুপুস্থিত থাকায় উপস্থিত সভ্যগন আলোচনান্তে পূর্বের আহবায়ক সম সেলিম রেজাকে আহবায়ক, শ্রীদাম চন্দ্র বাছাড়কে যুগ্ন-আহবায়ক ও মতিলাল সরকারকে সদস্য সচিব মনোনীত করা হয়। এ ছাড়া আগমী ১৮ জুলাই তারিখের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে ২ জন করে প্রতিনিধি নিয়ে মোট ২৫ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ আহবাহক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উল্লেখ্য, ৩ জুলাই জেলা কমিটি কর্তৃক পত্রে নির্ধারিত সময়ের মধ্যে আশাশুনি উপজেলা কৃষকলীগের পূর্বের কমিটি উপজেলা কমিটি করতে ব্যর্থ হওয়ায় উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। সাথে সাথে আশাশুনিস্থ জেলা কৃষকলীগের ১০জন সদস্য অধ্যাপক সুবোধ কুমার চক্রবর্তীর নেতৃত্বে আলোচনান্তে একটি নতুন আহবায়ক কমিটি গঠন পূর্বক জেলা কমিটির সভাপতি/সম্পাদক বরাবর পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়।