শনিবার ● ১৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » ডুমুরিয়ায় ইভটিজারের হামলায় স্কুল ছাত্রীর পিতা আহত
ডুমুরিয়ায় ইভটিজারের হামলায় স্কুল ছাত্রীর পিতা আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ইভটিজিং এর কারন জানতে চাওয়ার অপরাধে ইভটিজার ও তার সহযোগীদের হামলায়
ইমদাদুল শেখ (৪৫) নামের এক স্কুল ছাত্রীর পিতা আহত হয়েছে।আহত পিতা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গতকাল শনিবার সকালে উপজেলার কাগুজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত সোহেল শেখ (১৮) নামের এক সহযোগীকে আটক করেছে পুলিশ।উপজেলার কাগুজীপাড়া এলাকার আহত ইমদাদুল শেখ জানান তার মেয়ে কেকেকেবি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীকে একই এলাকার রানা শেখ (২০) নামের এক বখাটে যুবক প্রায় তাকে কু-প্রস্তাব সহ চলার পথে বাঁধার সৃষ্টি করতো।ঘটনার দিন সকালে মেয়েটি স্কুলে যাওয়ার পথে তার বাঁধায় স্কুল যেতে ব্যর্থ হয়ে বাড়ীতে ফিরে আসে।বিষয়টি জানার জন্য হতভাগা পিতা ইমদাদুল রানার বাড়ীতে যায।সেখান থেকে ফেরার পথে রানা ও তার সহযোগীরা তাকে বেপরোয়া মারপিট করে।এতে সে গুরুত্বর আহত হয়ে পড়লে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রসংগে ওসি সুকুমার বিশ্বাস বলেন সহযোগী সোহেলকে আটক করা হয়েছে।বাকীদের আটকের চেষ্টা অব্যহত রয়েছে।