শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রমাণ্যচিত্র প্রদর্শন
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রমাণ্যচিত্র প্রদর্শন
আফরা নাজলীন ॥
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, প্রমাণ্যচিত্র প্রদর্শন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ফসিয়ার রহমান মহিলা মহা বিদ্যালয় মিলনায়তনে অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, লোনাপানি কেন্দ্রের উপ-পরিচালক নিলুফা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, বৈজ্ঞানিক কর্মকর্তা মিজানুর রহমান, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, এসএম মোজাম্মেল হক, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ। বিচারক মন্ডলী ছিলেন, প্রভাষক মুসফেকা হুমায়ুন কবির পিন্টু, ইতি বৈরাগী, এসএম হাফিজুর রহমান, আব্দুল আলিম, আবু সাবাহ, ময়নুল ইসলাম। অনুষ্ঠানে “অপরিকল্পিত মৎস্য চাষ, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবেশ বিপর্যয়ের প্রধান কারণ” বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতায় এর পক্ষে অংশগ্রহণ করেন শিক্ষার্থী হোসনেয়ারা পারভীন মালা, কান্তা রায় ও অন্তরা মন্ডল, বিপক্ষে অংশগ্রহণ করেন জয়শ্রী রায়, সুমাইয়া রহমান তিশা ও মুসলিমা খাতুন পান্না। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।