মঙ্গলবার ● ২৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » দাকোপে নবযাত্রা প্রকল্পের উদ্যোগে আয়োজিত ওয়াশমেলা সমাপ্ত
দাকোপে নবযাত্রা প্রকল্পের উদ্যোগে আয়োজিত ওয়াশমেলা সমাপ্ত
দাকোপ প্রতিনিধি
দাকোপের বটবুনিয়া এলাকায় বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নবযাত্রা প্রকল্পের আয়োজনে ২ দিন ব্যাপী ওয়াশমেলা অনুষ্ঠিত হয়েছে।
তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনীয়া বালুর মাঠে ২৪ ও ২৫ জুলাই দুই দিন ব্যাপি স্থানীয় বাসিন্দাদের মাঝে পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে ’ওয়াশ মেলার উদ্বোধন করেন দাকোপ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সুভদ্রা সরকার। তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান রণজিৎ কুমার মন্ডলের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা। নবযাত্রা প্রকল্পের ওয়াশ কম্পোনেন্টের তত্ত্বাবধানে তিলডাঙ্গা ইউনিয়ন ওয়াটসান কমিটি ব্যতিক্রমী এ মেলাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করে। ওয়াশ প্রাইভেট সেক্টর ও এলাকার ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণের মাধ্যমে ওয়াশ পণ্য ব্যবহারে স্থানীয় জনগণকে উৎসাহিত করা হয়। স্কুলপড়–য়া শিক্ষার্থীদের মধ্যে ওয়াশ বিষয়ে জ্ঞান ও সচেতনা বৃদ্ধির লক্ষ্যে বিষয়ভিত্তিক চিত্রাঙ্কণ ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পটগান পরিবেশন করা হয়। মেলার শেষদিনে দাকোপ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফুল আলম প্রধান অতিথি হিসাবে মেলার সমাপনী ঘোষণা করেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের। উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সুভদ্রা সরকার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে নবযাত্রা প্রকল্পের দাকোপ ফিল্ড অফিস কোঅর্ডিনেটর জনাব মো. মাহাবুবার রহমান তাঁর বক্তব্যে নবযাত্রা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ওয়াশ মেলার গুরুত্ব আলোচনা করেন।