রবিবার ● ৩০ জুলাই ২০১৭
প্রথম পাতা » সাহিত্য » উল্টো চলিছে রথ
উল্টো চলিছে রথ
মোঃ আবুল আমিন
হারিয়ে ফেলেছি পথ
উল্টো চলিছে রথ
এ তল্লাটে সহসা মোদের
রাবণ করিছে বধ।
পথিক তুমি হারাইয়াছ পথ
বিচারক সব ভাঙিছে শপথ
আহা! উল্টো চলিছে রথ!
দ্বন্দ্ব করিছে বিবেক বন্ধ
জানেনা সে আজ ভাল মন্দ
“বিচার” করিছে “শাসন”
তামাশায় আজ পর্যবসিত
বড় বড় যত ভাষণ।
গ্লানি ভরা চোখে ভাবে বিহবল
দেশটাই মোর শেষ সম্বল
কুরে কুরে কারা খায়
প্রশ্ন জাগে এই ভাঙনে
কার কতটুকু দায়!
স্বর্গ সোপানে দাড়িয়ে পিতা
ভারি চোখে শুধু চায়
বলে হায় হায়!
একি মোর দায়?
চেয়েছিনু আমি তা?
যত যাই হোক
আমার দেশে এ তো হবার না।
মৃত্যুচ্ছেদ বড় ব্যবচ্ছেদ
কোরআন বাইবেল ঋক শ্যাম বেদ
পারেনি হায়রে ঘোচাতে যে খেদ।
আশা নিয়ে বাঁচি স্বর্গ সোপানে
সেই দিন যদি আসে
বাংলার মানুষ মন থেকে যদি
দেশটাকে ভালবাসে।