বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় ১ লাখ ৭ হাজার ৫৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
মাগুরায় ১ লাখ ৭ হাজার ৫৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
মাগুরা প্রতিনিধি:
আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মাগুরায় ১ লাখ ৭ হাজার ৫৪০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বুধবার মাগুরা সদর হাসপাতাল মিলনায়তনে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
এই কর্মসূচি সফল করতে জেলার ৩৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯৯৫টি কেন্দ্রে ১৩৫ জন সুপারভাইজার এবং ২ হাজার ২৩৫ জন স্বেচ্ছাসেবকসহ মাঠ কর্মী নিয়োগ করা হয়েছে।
কর্মশালায় সির্ভিল সার্জন মুন্সী মো. ছাদুল্লাহর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার উম্মে আয়শা। বক্তব্য রাখেন ডাক্তার জয়ন্ত কুমার কুন্ডু, ডাক্তার সুব্রত কুমার বিশ^াস, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।