বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরের বন্যা পরিস্থিতি নিয়ে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময়
কেশবপুরের বন্যা পরিস্থিতি নিয়ে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মতবিনিময়
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে ॥
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বন্যা পরিস্থিতি নিয়ে সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস এম সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দীন, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ও ভাইস চেয়ারম্যান নাছিমা সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, আবু বক্কর আবু, অধ্যাপক আলাউদ্দীন আলা, কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, শফিকুল ইসলাম মুকুল, শামসুদ্দিন দফাদার, আমজাদ হোসেন, আনিসুর রহমান, হাবিবুর রহমান ও প্রভাষক জুলমাত আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কবীর হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শেখ আবু শাহীন, প্রাণী সম্পদ অফিসার ডাঃ আজিজ আল মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, পনিউন্নয়ন বোর্ডের এসডি সায়েদুর রহমান, মৎস্য অফিসার এম আলমগীর কবীর, সহকারী কৃষি সম্পসারণ অফিসার আব্দুল মান্নান, খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী খালিদ ওসমানী প্রমুখ।