শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরায় বাড়ির ভিতর যাত্রীবাহী বাস : নিহত ২, আহত ২৫
সাতক্ষীরায় বাড়ির ভিতর যাত্রীবাহী বাস : নিহত ২, আহত ২৫
ইমন হোসেন, (বিনেরপোতা) সাতক্ষীরা প্রতিনিধি :
খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানার ভৈরবনগর এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী যাত্রীবাহী চলন্ত বাস (সাতক্ষীরা ব-০৫-০০০৫) নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে ঢুকে গিয়ে এক মহিলা ও এক শিশু নিহত হয়েছে। ভৈরবনগর গ্রামের কুদ্দুস মোড়লের বাড়ির ভিতর বাসটি ঢুকে যায় । পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, বাসটি খুলনা থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিল। তালা উপজেলার ভৈরবনগরে পৌঁছে অপর একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে বাসটি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়ে খুপড়ি ঘরে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে নিহত হয় তারাপদ মন্ডলের স্ত্রী গুরুদাসী মন্ডল (৫০) ও আবদুল গফফারের মেয়ে আছিয়া খাতুন (১০)। তিনি জানান আহত ৪ জনকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই সাতক্ষীরা খুলনা সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার সময় সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর নামক স্থানে এ দূর্ঘটনাঘটে। এঘটনায় প্রায় ২৫ জন যাত্রী আহত হয় । তাদেরকে সাতক্ষীরা বিভিন্ন ক্লিনিক ওহাসপাতালে ভর্তি করা হয়েছে।