রবিবার ● ২০ আগস্ট ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় দশ লক্ষ টাকা ফিরিয়ে পেতে দ্বারে-দ্বারে অসহায় এক মহিলা
ডুমুরিয়ায় দশ লক্ষ টাকা ফিরিয়ে পেতে দ্বারে-দ্বারে অসহায় এক মহিলা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ধর্মবোন ডেকে স্বামী পরিত্যাক্ত এক অসহায় মহিলার নিটক থেকে ব্যবসার নমে দশ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় উপজেলার রামকৃষ্ণপুর এলাকার মুকুন্দ রায়ের মেয়ে ভুক্তভোগী কনা রানী রায় তার হারানো টাকা ফিরিয়ে পেতে স্থানীয় শালিশী-বৈঠাক থেকে শুরু করে শেষ
পর্যন্ত থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।থানায় দায়ের কৃত অভিযোগ সুত্রে জানা যায় রঘুনাথপুর এলাকার সুভাষ সাহার সাথে গত ১২ বছর পূর্বে কনা রানীর ধর্ম ভাই-বোন সম্পর্ক গড়ে ওঠে।তারই জের
ধরে সুভাষ ব্যবসার নামে কনার নিকট থেকে বিভিন্ন সময়ে সোনা-গহনা,হালের বলদ,জমি বিক্রয়ের দশ লক্ষ টাকা হাতিয়ে ন্য়ে।এক পর্যায়ে গত ৫/৬ মাস আগে তার টাকা ফেরৎ চাইলে সুভাষ তার প্রতি চোখ উল্টিয়ে দেয়া হয়।
অভিযোগ প্রসংগে সুভায় সাহা বলেন টাকা লেন-দেনের বিষয়টি অসত্য।তবে সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী গাজী বলেন অভিযোগ যখন উঠেছে কিছু লেন দেন থাকতে পারে।এ ঘটনায় রঘুনাথপুর পুলিশ ফাঁড়ির আইসি এসআই মোশারফ হোসেন বলেন ভিযোগের তদন্ত চলছে।