মঙ্গলবার ● ২২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় মুরগী পালন বিষয়ক তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
পাইকগাছায় মুরগী পালন বিষয়ক তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা ॥
পাইকগাছায় সোনালী মুরগী পালনের উপর দুই দিন ব্যাপী তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের প্রশিক্ষণ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দুস্থ ও হতদরিদ্র নারীদের সাবলম্বী করার লক্ষে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা প্রাণী সম্পদ ও পল্লী উন্নয়ন দপ্তর। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল কবির, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোৎ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, প্রশিক্ষণার্থী সোমা রানী মন্ডল, সুমিত্রা মন্ডল, হ্যাপী দাশ, কাকলী সরকার, মালতি রানী মন্ডল, রোকেয়া বেগম, রাবেয়া খাতুন ও তন্দ্রা মন্ডল। প্রশিক্ষণে ৩০ জন দুস্থ ও হতদরিদ্র নারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে উপজেলা পল্লী উন্নয়ন অফিস থেকে মুরগী পালনের জন্য স্বল্প সুদে ১৫ হাজার টাকা করে ঋণ প্রদান করা হবে।