রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » চুকনগরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০
চুকনগরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪০
শেখ আব্দুল মজিদ, চুকনগর খুলনা ঃ
চুকনগরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক রবিন বসু (৫০) এর ঘটনা স্থলেই মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০ জন বাস যাত্রী। স্থানীয় এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে মূমূর্ষ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সহ ডুমুরিয়া ও তালা উপজেলা স্বাস্থ্য কমপেøেক্স পাঠিয়েছে। নিহত রবিন খুলনা নগরীর ৩৩ স্যার ইকবাল রোড এলাকার মৃত ননী গোপাল বসুর পুত্র। গতকাল রবিবার বেলা ১টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের স্থানীয় মাগুরাঘোনা জেলা পুলিশ ক্যাম্পের সন্নিকটে আরশনগর নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, খুলনা থেকে ছেড়ে আসা খুলনা-ব-৯৮৯ নম্বর যাত্রীবাহী বাসটি পাইকগাছা অভিমুখে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ঢাকা-মেট্রো-চ- ৯১৭৮ নম্বর যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ২টি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে ভেঙ্গে চুরে একটির মধ্যে অপারটির বডি ঢুকে যায়। এ সময় প্রচন্ড আঘাতে পাইকগাছাগামী ৯৮৯ নম্বর বাসের চালক রবিনের ঘটনাস্থালেই মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় উভয় বাসের যাত্রীদের মধ্যে অন্তত ৪০জন যাত্রী গুরুতর সাধারন আহত হয়। আহতদের অবস্থা গুরুতর থাকায় তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ দীর্ঘ পৌনে ১ঘন্টা পর ঘটনাস্থলে আসতে কালক্ষেপন করায় সড়কে যানযটের সৃষ্টি হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া আহতদের কাছে থাকা নগদ অর্থ ও মুল্যবান জিনিসপত্র হারিয়ে যায় বলে স্থানীয় ও ভুক্তভোগীদের কাছ থেকে জানাযায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশংঙ্কাজনক ছিল বলে সংশ্লিষ্টসূত্রটি জানায়। এ প্রসঙ্গে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ হাবিল হাসান জানান, লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রসুস্তি চলছিল। তবে পুলিশের উপস্থিতি দেরীর বিষয়টি আমি জানি না। আমি সংবাদ পাওয়া মাত্রই স্থানীয় ক্যাম্পের আইসি কে জানিয়েছি।