রবিবার ● ২৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় পেশাদার ৩ ছিনতাইকারী আটক
পাইকগাছায় পেশাদার ৩ ছিনতাইকারী আটক
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় স্থানীয় জনতা ৩ পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, আমিনুর রহমান নামে এক টোব্যাকো কোম্পানির স্থানীয় ম্যানেজার রোববার দুপুর ১২টার দিকে দেবদুয়ার থেকে মটরসাইকেল যোগে ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে উপজেলা সদরে আসার সময় মটরসাইকেল যোগে ৩ ছিনতাইকারী তার পিছু নেয়। পথিমধ্যে কাটাখালী শিববাটী সড়কের সরণখালীস্থ মাঠামের গেট নামক স্থানে ছিনতাইকারীরা আমিনুরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার কাছে থাকা কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমিনুর আত্মচিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা দ্রুতগতিতে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা কাটাখালী মোড় থেকে ছিনতাইকারী গল্লামারি এলাকার শাহাজাহানের ছেলে রবিউল (২২)কে এবং অপর দুই ছিনতাইকারী মুন্সীগঞ্জের শেখ মেছের আলীর ছেলে শাহ আলম (৩৭) ও দকোপের লক্ষ্মীখোলার ললিত মন্ডলের ছেলে জীবন (২৮) কে শ্রীকণ্ঠপুর এলাকা থেকে আটক করে। পরে থানার এসআই বাশার, আশিক ও মোমিনুর রহমান, এএসআই মহিবুল্লাহ ও জাহাঙ্গীর আটককৃতদের থানা হেফাজতে নেয়। এ ব্যাপারে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, আটককৃত ৩ জনই পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।