মঙ্গলবার ● ৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নড়াইলের উন্নয়ন পদযাত্রায় মাশরাফি বিন মর্তুজা
নড়াইলের উন্নয়ন পদযাত্রায় মাশরাফি বিন মর্তুজা
নড়াইল প্রতিনিধি
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, পৃথিবীর কারোর পক্ষে একা কোন উন্নয়ন ঘটানো সম্ভব নয়। আমি একা নই, আমরা সবাই মিলে নড়াইলের উন্নয়নে কাজ করবো। গোটা দেশের মধ্যে নড়াইল বাসস্থানের জন্য অন্যতম উপযোগী স্থান হবে। সোমবার বিকেলে অনুষ্ঠিত পদযাত্রা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পদযাত্রাটি শহরের রূপগঞ্জ বাঁধাঘাট চত্বর থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়।
পদযাত্রায় মাশরাফি ছাড়াও জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মাশরাফির সঙ্গে পদযাত্রায় অংশ নেয়ার জন্য দুপুর থেকেই রূপগঞ্জ বাঁধাঘাট চত্বরে শত শত লোক জড়ো হন।
জানা যায়, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে নড়াইলে উন্নত নাগরিক সুবিধা, বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন স্কুলে নৈতিকতা ও মানবিক শিক্ষার প্রচলন, বেকারতœ দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা, সাংস্কৃতিক কর্মকান্ড গতিশীল, খেলাধূলার উন্নয়নে প্রশিক্ষণ, চিত্রা নদীকে ঘিরে পর্যটন এলাকা, শহরকে আইসিটিতে রুপান্তরিত করা এবং বিনোদন বান্ধব শহর গড়ে তোলা হবে। এ লক্ষ্য বাস্তবায়নে ‘রান ফর নড়াইল’ এর পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।