বৃহস্পতিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় মাহেরা হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে
ডুমুরিয়ায় মাহেরা হত্যা মামলার প্রধান আসামী রিমান্ডে
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উলা গ্রামস্থ গৃহবধু মাহেরা হত্যা মামলার প্রধান আসামী দেলোয়ার ফকিরকে এক দিনের রিমন্ডে এনেছে পুলিশ।৭ দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে গতকাল বুধবার শুনানী শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বলে জানান মামলা তদন্তকরী কর্মকর্তা।এ দিকে হত্যার পর ৬ দিন পেরিয়ে গেলেও হত্যার আসল রহস্য উদঘটন করতে পারেনি পুলিশ।তবে রিমান্ডে নিয়ে আসা আসামীকে জিজ্ঞাসাবাদ ও সি ডি আর রিপোট হাতে পেলে হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে বলে পুলিশের ধারনা।প্রসংগত গত শনিবার ঈদ রাতে পরকিয়া প্রেমের জের ধরে খুন হয় উলা গ্রামস্থ রাহাকুল সরদারের স্ত্রী মাহেরা বেগম (২৮)।হত্যার পরদিন রবিবার সকালে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধারের পর পরই এলাকাবাসি মামলার প্রধান আসামী পরকিয়া প্রেমিক দেলোয়ার ফকিরকে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় নিহত মাহেরার পিতা সাহস গ্রমের আদম আলী মোড়ল বাদী হয়ে ধৃত দেলোয়ার কে প্রধান করে ৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলার অপর দু‘আসামীকে এখনো আটক করতে পারেনি পুলিশ।মামলা তদন্তকরী কর্মকর্তা এসআই নুরল ইসলাম জানান অপর দু ‘আসামী পলাতক রয়েছে।তবে তাদের আটকের চেষ্ঠা অব্যহত রয়েছে।মাহেলা হত্যার আসল রহস্য কি এমন প্রশ্নের জবাবে তিনি জানান আসামী দেলোয়ার ফকিরকে এক দিনের রিমান্ডে আনা হয়েছে। রিমান্ড জিজ্ঞাসাবাদ ও ১-৩ সেপ্টেম্বরের সিডিআর রিপোট বিশ্লেষনে হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে বলে মনে করি।