শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » কেশবপুরে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গাসহ সব মানুষের জীবন রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত
কেশবপুরে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে মায়ানমারে রোহিঙ্গাসহ সব মানুষের জীবন রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা ও কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে মায়ানমারে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও ধ্বংসযজ্ঞ থেকে রোহিঙ্গা-সহ সব মানুষের জীবন রক্ষায় শনিবার বিকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের যশোর জেলা শাখার আহ্বায়ক শামীম আখতার মুকুলের সভাপতিত্বে কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক সঞ্জয় হাওলাদার, সদস্য সচিব ওবায়দুল হক, কেশবপুর উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কৃষ্ণপদ দাস, সদস্য সঞ্জয় দাস, সাংবাদিক আবু হুরাইয়া রাসেল প্রমুখ।