সোমবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » সর্বশেষ » ডুমুরিয়ায় হরী নদীর প্রবাহকে বাঁধা গ্রস্থ করে গড়ে ওঠা স্টোন ব্রিকস‘র বিরুদ্ধে নানা অভিযোগ ঃ বর্ন্ধে দাবি এলাকাবাসির
ডুমুরিয়ায় হরী নদীর প্রবাহকে বাঁধা গ্রস্থ করে গড়ে ওঠা স্টোন ব্রিকস‘র বিরুদ্ধে নানা অভিযোগ ঃ বর্ন্ধে দাবি এলাকাবাসির
অরুন দেবনাথ,ডুমুরিয়া
ডুমুরিয়া উপজেলার শোলগাতিয়া এলাকায় হরী নদীর প্রবাহকে বাঁধা গ্রস্থ করে নদীর চরে গড়ে উঠেছে
স্টোন ব্রিকস নামের একটি ইট ভাটা।নিয়ম বহির্ভূত ভাবে পরিবেশ ও ইট ভাটা নিয়ন্ত্রন আইন উপেক্ষা করে লোকালয়ে গড়ে ওঠা পরিবেশ খেকো ইট ভাটাটি মানব বসতি,স্কুল,মসজিদ,মন্দির,কৃষি জমি,মৎস্য খামার ও সামাজিক বনায়ন সহ গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানকে ঠেলে দিচ্ছে হুমকির মূখে।যা পরিবেশ ও ইটভাটা নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৫৯ নং বিধির পরিপন্থি।আশু ই্ট ভাটাটি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও
উপজেলা নির্বাহী অফিসারের দ্বারস্থ হয়েছেন ওই এলাকার অর্ধ শতাধিক পরিবার।ভুক্তভোগী এলাকার
৬৫ জন স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার শোলগাতিয়া এলাকায় লোকালয় সংলগ্ন হরী
নদীর তীরে গড়ে উঠেছে স্টোন ব্রিকস নামের ইট ভাটা।সাতক্ষীরা পলাশপোল এলাকার মৃত এয়াকুব জোমাদ্দারের ছেলে মোঃ ইকবাল জোমাদ্দার এর মালিক।যিনি এলাকার কতিপয় স্বার্থন্বেসী ব্যাক্তির সহোযোগিতায় গড়ে তুলেছেন ত্রাসের রাজত্ব। যার প্রভাবে এলাকাটি বসবাসের অযোগ্য হয়ে পড়ছে।
এমনকি বাজার মসজিদের পুকুর দখল ও ইট বোঝাই ট্রাক চলাচলের ফলে খানা খন্দ সহ বেহাল দশা
হয়ে পড়েছে বাজারের রাস্তাটি।স্থানীয় স্লুইস গেটটির মুখ বন্ধ করে সৃষ্টি করা হচ্ছে জলাবদ্ধতা।ক্ষতি গ্রস্থ হয়ে এলাকার শত-শত পরিবার।বিষক্ত ধোয়ায় এলাকায় চর্মরোগ,শিশু ও বৃদ্ধের শ্বাস কষ্ট,গর্ভবতী মায়ের
নানা জটিলতা,প্রতিবন্ধি শিশুর জন্ম ও মৃত বাচ্ছা প্রসাব সহ নানা জটিল রোগের প্রভাব ঘটতে পারে
বলে অভিমত বিশেষজ্ঞ চিকিৎসকের।আশু ভাটাটি বন্ধ না হলে ঘর ছাড়তে হবে আনেকেরি। তবে ভাটার ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম অভিযোগটি উদ্দ্যেস্য প্রনিত আখ্যায়িত করে আনিত সকল অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বাদি করেছেন।ঘটনা প্রসংগে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসান জানান অভিযোগ পেয়েছি।তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।