মঙ্গলবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সম্পদে পরিনত করতে হবে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সম্পদে পরিনত করতে হবে
দাকোপ প্রতিনিধি
বর্তমান সরকার শিক্ষাকে অগ্রাধীকার দিয়ে শিক্ষিত জাতি গঠনে নিরালসভাবে কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার সরকার এ দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করনের আওতায় নিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সম্পদে পরিনত করতে হবে। সুতরাং আজকের মেধাবী শিক্ষার্থীরাই হবে আগামী দিনের দেশ পরিচালক।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ হারুনুর রশীদ এ কথা বলেন। বেসরকারী সংস্থা হীড বাংলাদেশ পরিচালিত মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আওতায় ২০১৭ সালের এস এস সি ও এইচ এস সি’র মেধাবী শিক্ষার্থীদের এই সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম, জেলা আ’লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান রঘুনাথ রায়, উপজেলা সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, যুগ্ম সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, চেয়ারম্যান মিহির মন্ডল। বক্তৃতা করেন অভিবাবক প্রতিনিধি সুকৃতি বিশ্বাস, শিক্ষার্থী ব্রতীদেব বিশ্বাস, ইমন হাওলাদার, জীবনানন্দ মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ’লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, দাকোপ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্রা সরকার, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, জেলা পরিষদ সদস্য কে এম কবির হোসেন, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, মাসুম আলী ফকির, দাকোপ থানার অফিসার ইনচার্জ তদন্ত রোকেয়া খাতুন, আ’লীগনেতা মুনসুর আলী খান, সমারেশ রায় ঘরামী, শফিকুল ইসলাম আক্কেল, গোলাম হোসেন শেখ, খুলনা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি ও ইউপি সদস্য খাদিজা আকতার, হীড বাংলাদেশ’র প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, এলাকা ব্যবস্থাপক পার্থ রায় চৌধুরী, ইউপি সদস্য জ্যোতি শংকর রায়, সিরাজ মল্লিক, যুবলীগনেতা জাহিদুর রহমান মিল্টন, রতন কুমার মন্ডল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজগর হোসেন বাপ্পি, সাধারন সম্পাদক স্বর্ণদ্বীপ জোয়াদ্দার, রাসেল কাজী, শেখ ফারুক আহম্মেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হীড বাংলাদেশ’র সমন্বয়কারী অদ্বৈত কুমার বিশ্বাস। সব শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপবৃত্তির টাকা তুলে দেন।